শিরোনাম
ঐতিহাসিক মহেশপুস্কারনী শাল বাগান এবং বীর চন্দ্রনগর লিচু বাগান, আর চেয়ারম্যান সাহেবের রাবার বাগান এবং আম বাগান।
স্থান
মহেশপুস্করনী,মির্জানগর ইউনিয়ন
কিভাবে যাওয়া যায়
পরশুরাম উপজেলা গেইট থেকে সিএনজি যোগে প্রথমে সুবার বাজারা। তারপর সিএনজি/ রিক্সা দিয়ে ঐতিহাসিক মহেপুস্করনী যাওয়া যায়।পরশুরাম থেকে সিএনজি ভাড়ার হার রিজাব ১০০-১৫০ টাকা। (জনপ্রতি সিএনজি যোগে) ভাড়ার হার - ১৫-২০ টাকা। (রিক্সা যোগে) ১০০-১২০ টাকা।